RRR box office: ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে রাজামৌলির 'আরআরআর', বক্স অফিসে স্পর্শ করল ১০০০ কোটির রেকর্ড অঙ্ক

Updated : Apr 11, 2022 18:12
|
Editorji News Desk

সিনেমা মুক্তির আগেই প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল দেশজুড়ে। অবশেষে সেই পারদ ছাড়িয়েও বিপুল এক রেকর্ডের দিকে এগোচ্ছে রাজামৌলির ছবি 'আরআরআর'-এর (RRR) বক্স অফিস। গত ২৫ মার্চ দেশজুড়ে রাম চরণ ও এনটিআর জুনিয়র অভিনীত এই ব্লকবাস্টার ছবিটি রিলিজ করে তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায়। শুধুমাত্র হিন্দি ভার্সনেই ছবিটির আয় ২২০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে (RRR sets record in box office)। ডিভিভি এন্টারটেনমেন্ট (DVV entertainment) প্রযোজিত এই ছবিটি বক্স অফিসে ১০০০ কোটি টাকার রেকর্ড অঙ্ক স্পর্শ (RRR box office touched 1000 crores) করার পরে টুইটারে এই নিয়ে পোস্ট দিয়ে ঘটনাটি উদযাপন করা শুরু করে।

আরও পড়ুন: পরপর চার ম্যাচে হারের পর আরসিবির মুখোমুখি চেন্নাই সুপার কিংস, জয়ই লক্ষ্য ক্যাপ্টেন জাদেজার  

সংশ্লিষ্ট টুইটে (Tweet from DVV) লেখা, "১০০০ কোটির অঙ্ক স্পর্শ করা ভারতে রিলিজ করা যে কোনও ছবির জন্যই একটি দারুণ স্বপ্নের ব্যাপার। আমরা আপনাদের জন্য সেরা ছবিটি দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও আমাদের ভালোবাসা ও সম্মানে ভরিয়ে দিয়েছেন। 'ভীম'-এর অনুরাগীদের ধন্যবাদ। ধন্যবাদ 'রামারাজু''র অনুরাগীদেরও। বিশ্বের সমস্ত দর্শককে ধন্যবাদ"। 

দ্বাদশ শতকের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কুম্রম ভীমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি 'আরআরআর' (RRR)। যে চরিত্রগুলিতে অভিনয় করেছেন যথাক্রমে রাম চরণ এবং এন টি আর জুনিয়র।

অতিমারির (Movie release halted for pandemic) কারণে একাধিকবার এই ছবির মুক্তির তারিখ বাধাপ্রাপ্ত হয়েছিল। গত ২ বছর ধরেই অতিমারির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। যার ফলে প্রভূত মার খায় বিভিন্ন ভাষার বহু বিগ বাজেট ছবি। ভারতীয় সিনেমার বক্স অফিসকে পুনর্জীবিত করে তোলার জন্য রাজামৌলির এই ছবিকে ধন্যবাদ জানাচ্ছেন সিনেমা-ব্যবসার সঙ্গে জড়িত সকলে।

প্রসঙ্গত, এই নিয়ে পরপর তিনটি সর্বভারতীয় ব্লকবাস্টার ছবি এল এস এস রাজামৌলির (SS Rajamouli) ফ্যাক্টরি থেকে। এর আগের দুটি ছবি 'বাহুবলী: দ্য বিগিনিং' এবং 'বাহুবলী: দ্য কনক্লুসন' সর্বকালের সেরা বক্স অফিস রেকর্ডকরী ভারতীয় ছবিগুলির মধ্যে অন্যতম।

Rajamoulibox officeRRR

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?