তপন সিনহার আইকনিক ছবি 'গল্প হলেও সত্যি' দেখেননি, এমন বাঙালি আছেন নাকি? এবার সেই ছবি তৈরি হতে চলেছে বলিউডে?
পরিচালক অনুশ্রী মেহতা সেই সাহস দেখিয়েছেন। অনুশ্রী অবশ্য সরাসরি 'গল্প হলেও সত্যি'র রিমেক করবেন না। এই ছবির প্রথম বলিউডে রিমেক করেছিলেন ঋষিকেশ মুখার্জি। রাজেশ খান্না-জয়া বচ্চন অভিনীত ছবিটিই রিমেক করবেন অনুশ্রী। সে ছবিতে কারা অভিনয় করবেন, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।
Nusrat Jahan: ভালোবাসার সপ্তাহে উদযাপন শুরু নুসরতের, রোজ ডে-তে গোলাপ হাতে ছবি পোস্ট করলেন টলিসুন্দরী
জাদুগর ফিল্মস এবং সমীর রাজ সিপ্পি প্রোডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করবেন অণুশ্রী। দেখা যাক তপন সিনহার ক্লাসিককে এই সময়ে দাঁড়িয়ে পর্দায় কতটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন বলিউড পরিচালক।