রুপোলী পর্দার নিউটন কুমার প্রাণ হাতে নিয়ে ভোট পরিচালনা করেছিলেন। প্রবল ঝুঁকির মধ্যেও অবিচল ছিলেন কর্তব্যনিষ্ঠায়। এবার আর রূপোলী পর্দায় নয়। নিউটন কুমারের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, সেই রাজকুমার রাও হতে চলেছেন নির্বাচন কমিশনের জাতীয় আইকন। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবেন তিনি, ঠিক যে কাজটা করেছিলেন ২০১৭ সালে রিলিজ হওয়া ছবি 'নিউটন'-এ।
Mimi Chakraborty: বলিউডে পা মিমির, শেয়ার করলেন প্রথম হিন্দি ছবির ট্রেলার
আপামর দর্শকের প্রশংসা কুড়িয়েছিল নিউটন।
ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত এলাকায় ভোট পরিচালনা করতে যাওয়া একজন ছাপোষা, কিন্তু কর্তব্যনিষ্ঠ সরকারি আধিকারিকের ভূমিকায় তাক লাগানো অভিনয় করেছিলেন রাজকুমার। এবার বাস্তবেই তিনি পেলেন বড় দায়িত্ব।
পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই রাজকুমার রাওকে জাতীয় আইকন হিসাবে ঘোষণা করবে কমিশন। বৃহস্পতিবার, ২৬ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।
এর আগে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, আমির খান, ক্রীড়াবিদ শচীন তেন্ডুলকর, এমএস ধোনি, এমসি মেরি কমের মতো বিশিষ্টরা নির্বাচন কমিশনের জাতীয় আইকনের দায়িত্ব পালন করেছেন।