বলিউড অভিনেতা রাজকুমার রাও নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন! নেট দুনিয়ায় এই নিয়ে বিস্তর হইচই৷ রাজকুমারের নতুন লুক নিয়ে তুঙ্গে আলোচনা। দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দেখা গিয়েছিল রাজকুমারকে। অনেকেরই মনে হয়েছিল, তিনি বোধহয় প্লাস্টিক সার্জারি করেছেন। অনেকে বলছিলেন জেনিওপ্লাস্টি করেছেন রাজকুমার। অবশেষে যাবতীয় জল্পনা তুড়ি মেরে উড়িয়ে দিলেন রাজকুমার। জানালেন, মোটেই প্লাস্টিক সার্জারি করেননি তিনি৷ যে ছবিটি দেখে অমন মনে হচ্ছে, সেটা নেহাতই একটি খারাপ ফটো বই আর কিছু নয়।
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্লাস্টিক সার্জারি সংক্রান্ত যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন রাও৷ তিনি বলেছেন, "আমি মোটেই কোনও প্লাস্টিক সার্জারি করিনি৷ ওটা নেহাতই একটা খারাপ, 'টাচ আপ' ফটো।"
রাজকুমার জানিয়েছেন, তাঁর ত্বক মোটেই অমন চকচকে নয়, যদি হত তাহলে ভালোই হত৷ তিনি সেদিন কোনও মেক আপ করেননি। তবে ছবিটা দেখে তাঁর নিজেরও অদ্ভুত লেগেছে।