বিপাকে বলিউড পরিচালক রাজকুমার সন্তোষী। কোটি টাকার চেক বাউন্সের ঘটনায় তাঁকে ২ বছরের জেল হেফাজতের সাজা গুজরাতের আদালতের। সংবাদ সংস্থা পিটিআই এক্স হ্যান্ডেলে জানিয়েছে এই খবর। ২ কোটি টাকার জরিমানাও দিতে হবে।
জানা গিয়েছে, জামনগররের আদালতে রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে অশোক লাল নামে এক ব্যবসায়ী মামলা করেন। সিনেমা তৈরি করার জন্য এক কোটি টাকা দেন তিনি। অভিযোগ, পরিচালক রাজকুমার সন্তোষী তাঁকে ১০টি ১০ লক্ষ টাকার চেকে ওই টাকা ফেরত দেন। কিন্তু সেই চেক ব্যাঙ্কে জমা দিলে, তা বাউন্স করে।
ব্যবসায়ী অশোক লালের আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার পর তাঁর মক্কেল একাধিকবার রাজকুমার সন্তোষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। যোগাযোগ না করতে পেরেই আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিকে বিচারপতি পরিচালককে ২ বছরের জেল হেফাজতের নির্দেশ দেন।