Rajnandini Paul: এবার সিরিজ আকারে হইচই-তে আসছে মহালয়া, 'দুপুর দুর্গা'য় দুর্গতিনাশিনী রাজনন্দিনী?

Updated : Aug 01, 2024 06:44
|
Editorji News Desk

কথায় বলে রথ টানলেই দুগ্গা আসে। ইতিমধ্যেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় নানা কারণে বন্ধ ছিল শ্যুটিং। তবে বুধবার থেকে ফের শুরু হয়েছে শ্যুটিং। আর ষ্টুডিও পাড়া খুলতেই শুরু হয়ে গেল মহালয়ার শ্যুটিং। এবার মহালয়া আসছে সিরিজের আকারে। আর এই সিরিজে দুর্গারূপে দেখা যাবে রাজনন্দিনী পালকে। 


হইচই-এর মহালয়া সিরিজের জন্যেই শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী। এর আগেও হইচই-এর একাধিক সিরিজে নজর কেড়েছেন রাজনন্দিনী।  শোনা যাচ্ছে, সিরিজের নাম হতে পারে ‘দুপুর দুর্গা’।  এতদিন পর্যন্ত মহালয়া মানেই ছিল একই কাহিনীর উপর অভিনেত্রীদের অসুরনিধন। এই প্রথমবার সম্পূর্ণ অন্য রূপে আসছে মহালয়া। সিরিজের জন্য তাঁর কোরিওগ্রাফার  সুকল্যাণ ভট্টাচার্য। 

 

উল্লেখ্য, রাজনন্দিনী অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর কন্যা। শুধু অভিনয় নয়, রাজনন্দিনী গান এবং নাচেও সমানতালে পারদর্শী। অভিনয়ের শুরুতেই বড় ব্রেক পেয়েছিলেন রাজনন্দিনী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু তাঁর। প্রথম ছবি থেকেই পরিচালকের নামের সঙ্গে তাঁর নাম জড়িয়ে বেজায় বিতর্ক শুরু হয়েছিল। মায়ের থেকেই অভিনয়ের অ-আ-ক-খ শেখা তাঁর। স্টারকিড বলে কি বাড়তি সুবিধা পান রাজনন্দিনী? এর উত্তরে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজনন্দিনী জানিয়েছিলেন, “ধরে নেওয়া যাক, ইন্দ্রাণী দত্তের মেয়ে বলে আমি একটি বা দু’টি ছবি পেতে পারি। কিন্তু আমি ভাল কাজ না করলে একের পর এক কাজ পেতাম কি?” উল্লেখ্য, রাজনীতির প্রথম ব্রেক, ‘এক যে ছিল রাজা’, এছাড়াও উড়নচণ্ডী, অসুর, পাঁচফোড়ন এমন একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। 

 

mahalaya

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন