অবশেষে সোমবার রাতে সাত মাসের স্বামী আদিল দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন রাখি সাওয়ন্ত। স্বামী আদিলের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী ।
আদিলের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ আনেন। রাখির দাবি, আদিল তাঁকে রীতিমতো মারধর করতেন। নিজের মায়ের মৃত্যুর জন্য অভিনেত্রী দায়ী করেছেন আদিলকেই। মায়ের অস্ত্রোপচারের জন্য সঠিক সময়ে টাকা দেননি আদিল, সেই কারণেই মাকে হারিয়েছেন দাবি রাখির। আট মাসে নাকি তিনটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী।
New Serial-Balijhor: জায়েন্ট স্ক্রিনে বালিঝড়-এর প্রথম এপিসোড, আনন্দে আত্মহারা তৃণা
তবে সাত মাস নয়, মাত্র মাস খানেক আগে আদিলের সঙ্গে রাখির রেজিস্ট্রির কিছু ভিডিও, ছবি সামনে এসেছিল। নিকাহনামায় সই করছেন অভিনেত্রী, এমন ছবি প্রকাশ্যে এসেছিল।