ক্যানসারে আক্রান্ত বলিউডের 'ড্রামা কুইন' রাখি সওয়ান্ত । এমনটাই দাবি করেছেন রাখির প্রাক্তন স্বামী রীতেশ কুমার । উল্লেখ্য, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত । গত দু'দিন ধরে হাসপাতালের বেডে রাখির ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে । কিন্তু রাখির অসুস্থতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । অনেকেই বলছেন, লাইমলাইটে থাকার জন্য আবারও নাটক করছেন রাখি । কিন্তু, তাঁর প্রাক্তন স্বামীর দাবি, রাখি সত্যিই অসুস্থ । জরায়ুতে টিউমার । চিকিৎসকরা ক্যানসারের অনুমান করছেন ।
রীতেশ জানান,বুক ও পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাখিকে । বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, রাখির জরায়ুতে টিউমার। তাঁরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন । রাখি ক্যানসারে আক্রান্ত কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হবে ।
হাসাপাতালে সবসময় রাখির সঙ্গে রয়েছেন রীতেশ । তিনি জানিয়েছেন, রাখি গুরুতর অসুস্থ । রাখি কোনও মজা করছে না । তাঁর সুস্থতা কামনার জন্য সকলকে অনুরোধ করেছেন রীতেশ ।
এদিকে, রাখির আরেক প্রাক্তন স্বামী আদিলের দাবি, গ্রেফতারি এড়াতেই নাটক করছেন রাখি । উল্লেখ্য, আদিলের দায়ের করা মামলায় রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ।