রাখি সাওয়ান্ত । বলিউডের ড্রামাকুইন বলা হয় তাঁকে । বিতর্ক যেন সবসময় তাঁর ছায়াসঙ্গী । প্রাক্তন স্বামী আদিল দুরানির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বেশ কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন রাখি । যদিও ব্যক্তিগত জীবনের প্রভাব কেরিয়ারে পড়তে দেননি তিনি । সম্প্রতি, মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে রাখির । তাও আবার দুবাইয়ে । নীল পরী হয়ে মঞ্চ মাতাতে দেখা গেল তাঁকে ।
মিউজিক ভিডিও-র নাম 'বেবি ড্রামা কুইন' । ব্লু ওয়ানপিসে চোখ ধাঁধানো রাখির লুক । যেন নীল পরী । গানের তালে কোমর দোলালেন, কখনও র়্যাপ করতে দেখা গেল রাখিকে । সবমিলিয়ে দুবাই মাতালেন রাখি ।
সম্প্রতি রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত ।তাঁর দাবি, রাখি নাকি লেসবিয়ান । পুরুষ নয়, মহিলাদের প্রতি যাবতীয় আকর্ষণ তাঁর । তনুশ্রীর পিছনেও নাকি বহুদিন পড়েছিলেন রাখি ।