দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে রাখি সাওয়ান্ত (Rakhi Sawant), তিনি বলিউডের ‘ড্রামা ক্যুইন’, তিনি ‘বিগবস’ বিতর্কের শিরোমণি। রাখি সাওয়ান্তকে বোঝা সহজ কথা নয়। ক্যানসারে আক্রান্ত রাখির মা, তা নিয়ে দিন দুয়েক আগেই কান্নাকাটি করেছিলেন তিনি। এদিকে আজ সেই রাখিই শিরোনামে অন্যকারণে। আদিল দুরানির সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রাখি সাওয়ান্ত। সই সাবুদ করেই সারলেন শুভকাজ। ইতিমধ্যেই রাখি আদিলের বিয়ের ছবি দারুন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে রীতেশ সিং নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন রাখি, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তাকে সামনে আনেননি তিনি। এবারেও একরকম লুকিয়েই বিয়ে করে নিলেন বলিউডের ড্রামা ক্যুইন।
Amitabh-Bachchan-Srijit Mukherji: মৃণাল সেনের বায়োপিকের জন্য সৃজিতকে শুভেচ্ছা বিগ বি-র
ছবিতে দেখা যাচ্ছে, ছিমছাম সাজেই চার হাত এক হয়েছে রাখি আদিলের। রাখির পরনে গোলাপি একটি শারারা আর আদিলের পরনে কালো প্যান্ট শার্ট। কোনও রকম জাঁকজমক ছাড়াই কোনওরকমে বিয়ে সেরেছেন তারা। বিয়ের ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রাখি।