বিনোদন দুনিয়ায় তাঁর পরিচিতি কন্ট্রোভার্সি কুইন হিসেবে। তিনি রাখি সাওয়ন্ত। সেই রাখিই পঞ্চমীর পুণ্য তিথিতে ধরা দিলেন একেবারে অন্য অবতারে।
লালপেড়ে সাদা শাড়ি, কোমর পর্যন্ত লম্বা এক ঢাল ঘন কালো চুল, মাথায় ঘন কালো শোলার মুকুট, হাতে-গলায় সোনালি চুরি, হার আর কপালজুড়ে সাদা চন্দনের আলপনা। আদ্যন্ত বাঙালি লুক বেশ ভালই ক্যারি করলেন রাখি। দেবী দুর্গার সামনে নাচও করলেন রাখি। কুমার শানুর আইকনিক গান 'প্রিয়তমা মনে রেখো'র সুরে কোমর দোলালেন।
সাম্প্রতিক অতীতে একাধিকবার নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী।