একটা ছবি মুক্তি পেতে না পেতেই হাজির অক্ষয় কুমারের (Akshay Kumar) আরেকটি ছবির ট্রেলার। মঙ্গলবার মুক্তি পেল অক্ষয় কুমার-ভূমি পেদনেকর অভিনীত ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan)-এর ট্রেলার। পণ প্রথার মতো সামাজিক প্রথার বিরুদ্ধেই কথা বলবে এই ছবি।
পরিচালক আনন্দ এল রাই- (Anand L Rai)এর এই ছবিতে এ যুগের রামের ভূমিকায় ধরা দেবেন অক্ষয়। ছবির ট্রেলারেও সেই ইঙ্গিতই রয়েছে। বোনেদের বিয়ে দিতে নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে রাজি সে। অক্ষয় শপথ নিয়েছেন বোনেদের বিয়ে না দেওয়া পর্যন্ত নিজে ছাদনা তলায় দাঁড়াবেন না। অথচ ‘বচপন কা প্যায়ার’ ভূমির বাবা ঠিক ৬ মাস সময় বেঁধে দিয়েছেন অক্ষয়কে।
Dhoni to Produce Tamil Film: এবার কি বিনোদনের জগতে ধোনি! সুপারস্টার বিজয়ের হাত ধরেই প্রথম তামিল ছবি?
চার-চারটে বোনের বিয়ে কীভাবে দেবেন খিলাড়ি? তাহলে কি ভূমি-অক্ষয়ের প্রেম পরিণতি পাবে না? সেটুকু জানতে, সামান্য অপেক্ষা।