বাবা হলেন RRR খ্যাত অভিনেতা রামচরণ। এই বছরটা শুরু থেকেই যেন ঢেলে দিচ্ছে দক্ষিণী অভিনেতাকে। বিয়ের দশ বছর পর রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনার কোল আলো করে জন্ম নিল ছোট্ট রাজকন্যে। মঙ্গলবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় রামচরণের সন্তান। নাতনিকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন দক্ষিণী চিরঞ্জীবী।
Adipurush: 'আদিপুরুষ' বিতর্কে অনুরাগের 'সেন্সর', শীঘ্রই বড় পদক্ষেপের পথে কেন্দ্র
গতসপ্তাহেই মা হতে চলেছেন, এই সুখবর জানিয়েছিলেন রামচরণের স্ত্রী। ধুমধাম করে করা হয়েছিল সাধের অনুষ্ঠান ও। সমাজের বাধা ধরা স্টিরিওটাইপ ভেঙে বিয়ের ১০ বছর পর সন্তান নেওয়ার পরিকল্পনা সম্পর্কে, এক সাক্ষাৎকারে রামচরণের স্ত্রী জানিয়েছিলেন, ‘আমি গর্বিত কারণ আমি যখন চেয়েছি মা হয়েছি, সমাজ যখন চেয়েছে তখন নয়’