এবার নাটু নাটু (Natu Natu) গানে মজতে চলেছে অস্কারের (Oscar) মঞ্চ। জানা যাচ্ছে, আগামী ১২ মার্চ (ভারতীয় সময় অনুযায়ী ১৩ মার্চ) অস্কারের মঞ্চে 'নাটু নাটু' গানের তালে পা মেলাতে পারেন 'আরআরআর' খ্যাত দক্ষিণী তারকা রামচরণ (Ram Charan)। যিনি ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের ছবির প্রচার করতে ব্যস্ত রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রামচরণকে প্রশ্ন করা হয়, অস্কারের মঞ্চে তাঁকে 'নাটু নাটু' গানে পারফর্ম করতে দেখা যাবে কি না? এর উত্তরেই তিনি জানান, অস্কারের মঞ্চে যদি অনুরোধ আসে আর সময় থাকলে অবশ্যই দর্শকদের জন্যে এই গানে পারফর্ম করবেন তিনি।
আরও পড়ুন - ২৩ বছরের দাম্পত্য! মাধুরীর চূড়ান্ত অসুস্থতার মধ্যেও খেয়াল রাখতে পারেন না স্বামী নেনে
৯৫তম অস্কার পুরস্কারের মনোনয়ন পর্বে জায়গা পেয়েছে এসএস রাজমৌলির আরআরআর। সেরা অরিজিন্যাল সং এই বিভাগে জায়গা পেয়েছে এই ছবির বিখ্যাত গান নাটু নাটু। এরআগ, এমএম কিরাভানির মিউজিকে এই গান জিতেছে এই বছরের গ্লোডেন গ্লোব পুরস্কার।