ভারতীয় বিনোদন জগতের জন্য বড় খবর। অস্কারের প্যানেলে আমন্ত্রিত হলেন করণ জোহর, রাম চরণ, জুনিয়র এনটিআর।
টেলর সুইফট, অস্টিন বাটলারের মতো তারকাদের পাশাপাশি একই তালিকায় থাকছে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা।
সম্প্রতি, আগামী অ্যাকাডেমি পুরস্কারের আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ। তালিকায় রয়েছে চলচ্চিত্র পরিচালক মণি রত্নম, সংগীত পরিচালক এমএম কিরভানি, সংগীতকার চন্দ্রবোসের নামও।
সিনেম্যাটোগ্রাফি বিভাগের জন্য আলাদা ভাবে আমন্ত্রিত হয়েছেন সিদ্ধার্থ রায় কপুর, শৌনক সেন এবং শেথিল কুমার।