ছবি মুক্তির ৫ দিন আগে ছবির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। রবিবার টুইট করে সে খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। তারপর থেকেই 'চিনে বাদাম' নিয়ে জোর চর্চা চলছে টলিপাড়ায়। যশের সেই টুইট শেয়ার করে প্রকাশ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন টলিউডের অন্যতম প্রযোজক রানা সরকারের।
টাকা পেয়ে যাওয়ার পর অভিনেতার কি ছবির প্রতি আর কোনো দায় দায়িত্বই থাকে না! প্রশ্ন তুললেন রানা সরকার।
যশের টুইট ভাগ করে নিয়ে তিনি পাল্টা লেখেন, ‘টাকা পেয়ে গিয়েছি আর কী চাই, এবার প্রোডিউসার মরুক...।’ ছবি মুক্তির আগে এমন হয়রানির পরে এনা এবং তাঁর প্রযোজনা সংস্থার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়, আগেও বিভিন্ন বিষয় নিয়ে নেটমাধ্যমে সরব হতে দেখা গিয়েছে রানা সরকারকে।
প্রসঙ্গত, ১০ জুন মুক্তি পাওয়ার কথা এনা সাহা-যশ দাশগুপ্ত পরিচালিত ছবি 'চিনে বাদাম' এর। ৫ জুন যশ টুইট করে জানান প্রযোজকদের সঙ্গে মতবিরোধ হওয়ায় সেই ছবির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন অভিনেতা।