ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী সোনামণি সাহা। সঙ্গী প্রতীক সেন। ছবির নাম 'বেহায়া'। প্রযোজনায় রানা সরকার। কিন্তু ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পরের দিনই ছবির শ্যুটিং স্থগিত রাখেন প্রযোজক। এর পরেই শুরু হয় জল্পনা। তবে, কি ধাক্কা খেল অভিনেত্রীর কেরিয়ার? আর কেনই বা আচমকা বন্ধ হয়ে গেল শুটিং?
এই প্রশ্নের খোঁজ করতেই জানা যায়, প্রযোজক রানার প্রায় কোটি টাকার বকেয়া রয়েছে। অন্তত এমনটাই দাবি ভেন্ডার অ্যাসোসিয়েশনের। আর সেই কারণেই প্রযোজককে শ্যুটিংয়ে প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে নারাজ অ্যাসোসিয়েশন। তাই রানা স্থগিত রেখেছেন নিজের ছবির শ্যুটিং।
এই পরিস্থিতিতে নিজের কেরিয়ার নিয়ে কী ভাবছেন সোনামণি সাহা? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনামণি জানিয়েছেন, যে কোনও বড় কাজের আগে এই ধরনের সমস্যা হয়। মানসিকভাবে তিনি একেবারেই ভেঙে পড়েননি। প্রতীকের সঙ্গে কথা বলেছেন। তিনি নিশ্চিত এই ছবির শুটিং শীঘ্রই শুরু হবে।
'বেহায়া' ছবির শ্যুটিং বন্ধ হলেও প্রযোজক রানা সরকারও ঘোষণা করেছেন পুজোর পরই ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। তবে, কি অ্যাসোসিয়েশনের সঙ্গে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে? এই বিষয় রানা জানিয়েছেন, তিনি নিজে শুটিংয়ের বেশ কিছু জিনিস কিনে নিয়েছেন। এছাড়াও ইন্ডাস্ট্রিতে আরও অনেক ভেন্ডর রয়েছেন যারা তাঁকে জিনিসপত্র সরবরাহ করবে। এমনকি রানার দাবি, তিনি ইতিমধ্যেই ভেন্ডার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার মানহানির মামলা করেছেন।