রণবীর-আলিয়ার (Ranbir-Alia) রূপকথার শুরুটা হয়েছিল বছর পাঁচেক আগে। বলিউডের সবচেয়ে আলোচ্য তারকা যুগল সাত পাকে বাঁধা পড়লেন বৃহস্পতিবার বিকেলে। বিয়ের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা সাদা-সোনালির শাড়িতে সেজেছেন আলিয়া। একই রঙের শেরওয়ানিতে তাঁর প্রিন্স চার্মিং, রণবীর, রণবীরের মাথায় পাগড়ি। আলিয়ার চুল খোলা, গায়ে ভারী কুন্দনের গয়না, ফুলের মালা।
এখন তাঁরা অফিসিয়ালি ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। নতুন জীবন শুরু হল রণবীর কপূর এবং আলিয়া ভট্টের। সংবাদমাধ্যমের সামনে ক্যামেরায় ধরাও দিলেন নবদম্পতি, আলিয়ার মাথায় তখন ওড়না। সদ্য বিবাহিতা স্ত্রী-কে কোলে তুলে নিলেন রণবীর।
আলিয়ার সঙ্গে শুধু বিয়ের অপেক্ষা, তারপরই সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে রণবীরকে
আলিয়ার ইন্সটায় বিয়ের বেশ ক'টি ছবি ইতিমধ্যে আপলোড করা হয়েছে। 'বাস্তু'র ব্যালকনিতে, যেখানে তাঁরা তাঁদের বিগত পাঁচ বছরের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন, সেখানেই তোলা হয়েছে সে সব ছবি। ছবি বললে ভুল হয়, যেন রূপকথার গল্পের এক একটা জীবন্ত পাতা।