তাঁর বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর প্রোমোশনে উপস্থিত হয়ে আলিয়া ভাটের (Ranbir-Alia wedding) সঙ্গে বিয়ের জল্পনা উসকে দিলেন রণবীর কাপুর। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে অভিনেতা জানালেন, "এই মুহূর্তে আমি কোনও তারিখ বলছি না। তবে, আলিয়া এবং আমার খুব তাড়াতাড়িই বিয়ে করার ইচ্ছে রয়েছে"।
আরও পড়ুন: নবরাত্রি পালন করা যাত্রীদের জন্য 'ব্রত থালি'র ব্যবস্থা করছে আইআরসিটিসি
'ব্রহ্মাস্ত্র'র অভিনেতার (Ranbir Kapoor) এই কথায় স্বাভাবিকভাবেই আবেগে ভেসে গিয়েছেন তাঁর ও আলিয়ার (Alia Bhatt) ভক্তরা। তাঁর ছোঁয়া লেগেছে ইন্টারনেটেও। নেটিজেনদের বক্তব্য, 'খুব তাড়াতাড়িই' মানে তো আগামী মাসেও হতে পারে! রণবীর কাপুর নিজে তারিখ বলতে না চাইলেও, এপ্রিল মাসে রণবীর-আলিয়া'র বিয়ে (Ranbir-Alia wedding) নিয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে জল্পনা।
যদিও, এই বিয়ের প্রসঙ্গকে কার্যত উড়িয়ে দিয়ে একটি জাতীয় সংবাদমাধ্যমকে আলিয়া ভাটের বাবা প্রখ্যাত পরিচালক মহেশ ভাট জানিয়েছেন, "এইসবই গুজব। বহুদিন ধরে চলে আসছে"।