মধ্যপ্রদেশে বিক্ষোভের মুখে পড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor) । উজ্জয়িনীর শিব মন্দিরে ঢুকতে দেওয়া হল না তাঁকে । রণবীরের সঙ্গে আলিয়া (Alia Bhatt) ও ব্রহ্মাস্ত্র (Brahmashtra) পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও (Ayan Mukherjee) ছিলেন । মঙ্গলবার 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগে শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা । কিন্তু, মন্দিরে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা । ১১ বছর আগে গোমাংস নিয়ে করা রণবীরের একটি মন্তব্যকে তুলে ধরে বিক্ষোভ দেখান বজরং দলের কর্মী-সমর্থকরা ।
২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রোমোশনের সময় একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “আমার পরিবার পেশোয়ারের। ফলে পোশায়ারি খাবারের সঙ্গে পরিচিত আমি। মটন, পায়া এবং গোমাংসও ভালবাসি। গোমাংসের বড় ভক্ত আমি।” রণবীরের এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু এদিন বিক্ষোভ দেখানো হয় । রণবীর-আলিয়ারা মহাকালেশ্বর মন্দিরে আসার আগেই বজরং দলের স্থানীয় নেতা অঙ্কিত জিন্দল হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,রণবীর-আলিয়াকে তাঁরা মন্দিরে ঢুকতে দেবেন না । রণবীর বলেছিলেন, গোমাংস খাওয়া ভাল । যাঁরা এই ধরনের চিন্তাভাবনা করেন, তাঁদের মহাকালেশ্বর মন্দিরে কোনও ভাবেই ঢুকতে দেওয়া হবে না।
তাই এদিন রণবীর-আলিয়ারা মন্দিরে পৌঁছতেই বজরং দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন । দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয় । যদিও শেষ পর্যন্ত রণবীর মন্দিরে ঢোকেননি, আলিয়াও মন্দিরের ভিতরে যাননি । শুধুমাত্র অয়নই মন্দিরে ঢুকে পুজো দিতে পেরেছেন বলে জানা গিয়েছে ।