বলিউডের রূপকথার মতো বিয়ের বেশ কিছু ঝলক বৃহস্পতিবার রাত থেকেই দেখে ফেলেছে গোটা দেশ, সঙ্গে টুকরো টুকরো মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তবে, এ কথা কি জানেন, রণবীর কাপুর-আলিয়া (Ranbir-Alia Wedding) ভাট সাত পাকে বাঁধা পড়েননি। চার পাক ঘুরেই বিয়ে শেষ করলেন দুজন। কিন্তু কেন?
কনের দাদা রাহুল ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রণলিয়া বিয়েতে সাত পাক না ঘুরে চার পাক ঘুরেছেন। এক একটা পাকের এক একটা আলাদা তাৎপর্য, সব নাকি বর কনেকে ভাল করে বুঝিয়ে দিয়েছেন বিয়ের আসরে উপস্থিত চারজন পুরোহিত। এটাই নাকি কাপুর পরিবারের রীতি।
বিয়ের সবটুকুই রূপকথার থেকে কিছু কম নয়। সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা সাদা-সোনালির শাড়িতে সেজেছিলেন আলিয়া। একই রঙের শেরওয়ানিতে তাঁর প্রিন্স চার্মিং, রণবীর, রণবীরের মাথায় পাগড়ি। আলিয়ার চুল খোলা, গায়ে ভারী হীরের গয়না, ফুলের মালা। বিয়ের পর সংবাদমাধ্যমের সামনে সদ্য বিবাহিতা স্ত্রী-কে কোলে তুলে নিলেন রণবীর।
আলিয়ার ইন্সটায় বিয়ের বেশ ক'টি ছবি ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ছবি বললে ভুল হয়, যেন রূপকথার গল্পের এক একটা জীবন্ত পাতা।