দেখতে কেটে গেল একবছর । আজকের দিনেই ভাট থেকে মিসেস কপূর হয়েছিলেন আলিয়া (Alia Bhatt) । 'রণলিয়া'-র প্রথম বিবাহবার্ষিকী (Ranbir-Alia Anniversary) । সকাল থেকে শুভেচ্ছা বন্যায় ভাসছে আলিয়ার টাইমলাইন । বিশেষ দিনে নেটমাধ্যমে রণবীরের সঙ্গে তাঁর বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন আলিয়া । তিনটি ছবির মধ্যে প্রথমে হলদির ছবি, দ্বিতীয়তে রয়েছে আলিয়াকে রণবীরের প্রোপোজ করার মুহূর্ত ও শেষ ছবিতে দু'জনের বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দী হয়েছে । ক্যাপশনে লিখেছেন, হ্যাপি ডে । কিন্তু এদিকে, রণবীর বলছেন, তিনি ভাল স্বামীই হতে পারেননি ।
'রণলিয়া'-র প্রথম বিবাহবার্ষিকীতে রণবীরের একটি বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে । সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি ভাল স্বামী হতে পারেননি । তাঁর কথায়, আসলে জীবনে সব কিছুতেই যে তুমি এক নম্বর হবে, তেমনটা নয় । আমি মনে করি না, আমি ভাল ছেলে কিংবা ভাল স্বামী হতে পেরেছি ।"
আরও পড়ুন, Trina Saha: মাত্র দু'মাসেই বন্ধ হচ্ছে 'বালিঝড়'? ইন্সটাগ্রামে কী জানালেন অভিনেত্রী তৃণা সাহা?
বলিউডের পাওয়ার কাপলকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু, করিশ্মা কাপুর, করণ জোহর, মণীশ মালহোত্রারা । আশীর্বাদ ও ভালবাসা দিয়েছেন নীতু কাপুর ও সোনি রাজদানও । উল্লেখ্য, গত বছর ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া । তাঁর কয়েকমাস পরেই জানা যায়, মা হতে চলেছেন আলিয়া । চলতি বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ।