২০২৩ বছরটা জুড়ে রণবীর কাপুর, আলিয়া ভাটের জীবনে ঘটে গিয়েছে অনেক কিছুই। ছোট্ট রাহার বেড়ে ওঠা, একের পর এক জনপ্রিয় ছবি, Award-এ ভোরে থেকেছে বছর। পেট থেকে পড়েই রাহার ফ্যানের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খুদেকে কার্যত চোখে হারান রণবীর কাপুর। মেয়ের সবচেয়ে ভাল বন্ধু সেই। বাবার কোল ছোট্ট রাহার সবচেয়ে প্রিয় জায়গা। এবার নিজের মেয়ের নাম নিজের শরীরে ট্যাটু করলেন রণবীর।
Ind vs Pak T-20: কিং ইজ কিং, রবিবাসরীয় মহারণে পাক সমর্থকদের মধ্যেও 'বিরাট' উচ্ছ্বাস
শনিবার, সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম রণবীর কাপুরের ছবিগুলির একটি সিরিজ শেয়ার করেছেন। অভিনেতা কাঁধে ‘রাহা’ নামের একটি মিনিমাল ট্যাটু করিয়েছেন। কালো বাথরোব এবং সানগ্লাসে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেতাকে।