১৪ এপ্রিল বিয়ে হয়ে গিয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের। তাঁদের বিয়ে নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে উন্মাদনা। বিয়ে ও মেহেন্দির হাজারো ছবিতে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। ১৬ এপ্রিল এই দুই বলিউড তারকা তাঁদের রিসেপশনের পার্টি দিয়েছিলেন। যেখানে উপস্থিত ছিলেন টিনসেল টাউনের তাবড় সেলিব্রিটিরা। তবে, কাজ বড় বালাই! তাই প্রতিশ্রুতিমতোই ভরা বিয়ের সপ্তাহেই কাজ সংক্রান্ত মিটিং সারতে গেলেন রণবীর কাপুর। মুম্বইয়ের টি-সিরিজ অফিসের বাইরে তাঁর ছবি তুললেন পাপারাজ্জিরা।
আন্ধেরিতে নিজের গাড়ি থেকে নামার সময় ছবি শিকারিদের কাছে ধরা দেন রণবীর কাপুর। তাঁর পরনে ছিল নীল রঙের জামা। পরেছিলেন প্রিয় কালো টুপ এবং মাস্ক।
পাপারাজ্জিরা ছবি চাওয়ার আবদার করতেই তাতে সাড়া দেন রণবীর কাপুর। তাঁকে পাপারাজ্জিদের একজন 'শাদি মুবারক'ও জানান।
প্রসঙ্গত, রিসেপশনের অনুষ্ঠান একেবারে প্রথম অতিথি আলিয়ার দিদি শাহীন ভাট এবং মা সোনি রাজদান (Soni Razdan)। কালো পোশাকে বিশেষ নজর কেড়েছেন আলিয়ার মা । এতো গেল কনেপক্ষের কথা। এরপরেই রিসেপশনে গ্র্যান্ড এন্ট্রি নেয় বরপক্ষ। মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি ও জামাইয়ের সঙ্গে এলেন নীতু কাপুর । সবার পরনেই ছিল কালো পোশাক । মনে করা হচ্ছে, রিসেপশনের জন্য পোশাকের থিম রং ছিল কালো । রণবীরের দিদি তথা অভিনেত্রী করিশ্মা কাপুরকে দেখা গিয়ে কালো পোশাকে ।
পার্টিতে একসঙ্গেই আসেন মালাইকা আরোরা আর অর্জুন কাপুর । ডার্ক ব্লু রঙের ব্লেজারে দেখা গেল অর্জুনকে আর মালাইকার পোশাকের রং গোলাপি । উপস্থিত ছিলেন রণবীর-আলিয়ার খুব কাছের বন্ধু, পরিচালক অয়ন মুখোপাধ্যায় । রণবীর-আলিয়া রিসেপশনে করণ জোহর থাকবে না, তা কখনও হয় নাকি ! এদিন, করণকেও দেখা গেল কালো পোশাকে ।
শাহরুখ-গৌরীও হাজির ছিলেন আলিয়া-রিসেপশন পার্টিতে । এদিন, কালো নেটে ঢাকা গাড়িতে আসেন কিং খান । 'বাস্তু'-তে শাহরুখের গাড়ি ঢুকতেই ঘিরে ধরেন পাপারাজ্জিরা । এছাড়া পার্টিতে উপস্থিত ছিলেন তারা সুতারিয়া, শ্বেতা বচ্চন থেকে আদিত্য রায় কাপুর ও আরও অনেকে ।