'অ্যানিমেল'-এর পহাড় প্রমাণ সাফল্য উদযাপন করতে নতুন গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ৮ কোটির সেই বেন্টলি গাড়ি দেখতে পাপারাৎজিদের উপচে পড়া ভিড়। গাড়ির পেছনে ধাওয়াও করলেন অনেকে। তাতেই খানিক বিরক্ত রণবীর।
একদিন আগেই আলিয়াকে পাশে বসিয়ে সেই ৮ কোটির গাড়িতে লং ড্রাইভে বেরিয়েছিলেন রণবীর। রবিবার অবশ্য রণবীর নিজে চালকের আসনে ছিলেন না, বরং চালকের পাশে বসেছিলেন। নতুন গাড়ির পেছনে উৎসুক জনতার ভিড় দেখে হাত জোর করে কিছুটা নিভৃতি চেয়ে নেন রণবীর।
এর আগে ৪ কোটি টাকার একটি রোলস রয়েজ ছিল রণবীরের। এবার যেটি কিনেছেন, সেটি বেন্টলি কন্টিনেন্টাল GT V8। স্যাফায়ার ব্লু রং-এর সেই গাড়িই এখন মুম্বইয়ের টক অফ দ্য টাউন।