রবিবাসরীয় কলকাতায় মহারাজার সঙ্গে বহু প্রতীক্ষিত সাক্ষাৎ সারেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন 'ব্রহ্মাস্ত্র' অভিনেতা৷ প্রচার সেরে বিকেল চারটে দশ নাগাদ ইডেনে যান রণবীর। দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতির নিতে 'দাদা'র তত্ত্বাবধানে মাঠে অনুশীলন করছিলেন ইশান্ত শর্মা, অভিষেক পোড়েলরা। সকাল থেকেই তাই ইডেনেই ছিলেন সৌরভ৷
দাদার সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয় রণবীরের। তারপর একসঙ্গে ক্রিকেট খেলেন তারা। তবে এর মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রসঙ্গে রণবীর জানান, “সৌরভের জীবনীচিত্র নিয়ে আমি কিছু জানি না। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি।” যদিও শোনা যাচ্ছে, বায়োপিক নিয়েই কথা বলতে দাদার সঙ্গে দেখা করেন রণবীর, কিন্তু এই কথা স্বীকার করছেন না কেউই।