এই বছরটা যেন তাঁদেরই, শুধু তাঁদেরই। বলছি রণবীর কাপুর-আলিয়া ভাটের কথা। প্রথমে বিয়ের গুঞ্জন, তারপর সত্যিই রূপকথা সত্যি হল, আট বছরের প্রেম পূর্ণতা পেল। আড়াই মাসের মধ্যেই এল আরও এক সুখবর, মা হচ্ছেন আলিয়া। সেপ্টেম্বরে মুক্তি পেল একসঙ্গে দুজনের করা প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। দিন কয়েক আগে আলিয়াকে ঘটা করে সাধ খাওয়ানোও হল। এবার জানা গেল, পরিবারে ছোট্ট অতিথি আসতে বেশি দেরি নেই, পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন হবু বাবা রণবীর।
অন্তঃসত্ত্বা অবস্থাতেই অবশ্য আলিয়া চুটিয়ে ছবির প্রোমোশন করেছেন, হলিউড প্রোজেক্টের জন্য শুটও করেছেন। সব মিলিয়ে তাঁদের জন্য মনে রাখার মতো বছরই বটে! এপ্রিলেই রণবীর-আলিয়ার রূপকথা এগিয়েছিল বেশ কয়েক ধাপ। চার হাত এক হয়েছিল দুজনের। এবার দুই থেকে তিন হওয়ার পালা। ভাট আর কাপুর পরিবারে খুশি আর ধরে না।
Toxic Positivity: জীবনের সব পরিস্থিতিতেই মাত্রাতিরিক্ত পজিটিভ আপনি? সাবধান হোন আজ থেকেই