বাবা হওয়ার তালিম ভালই নিচ্ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কোলে কীভাবে বাচ্চা নিতে হয়? ফিডিং বোতল থেকে কীভাবে বাচ্চাকে দুধ খাওয়াতে হয়? কীভাবে ঘুম পাড়াতে হয় বাচ্চাকে? এখন থেকেই সব শিখে নিচ্ছেন হবু বাবা।
সম্প্রতি স্টার পরিবার শোয়ে (Star Parivaar show) হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ‘অনুপমা’ অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly) থেকে প্যারেন্টিং টিপস নেন অভিনেতা। নায়িকাকে বলেন, “বিশ্বের সবথেকে ভাল বাবা হতে চাই। আপনি কি এই বিষয়ে সাহায্য করতে পারেন?” তৎক্ষণাৎ রণবীরকে রূপালি বলেন, সন্তান হচ্ছে হৃদয়ের মতো। যা আপনার শরীরের বাইরে চলাফেরা করে বেড়ায়। এরপর তিনি রণবীরকে শেখানে কীভাবে সদ্যজাতকে কোলে নিতে হয়, দুধ খাওয়াতে হয়, ন্যাপি চেঞ্জ করতে হয়।
Yash-Nusrat: এই বর্ষায় ইন্দোনেশিয়ার রহস্যময় কটেজ আর কফির স্মৃতিতে ডুব যশ-নুসরতের
রণবীর জানিয়েছেন, আলিয়া ভাটের সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল, যখন থেকে তাঁরা প্রেমে পড়েন, তখন থেকেই বাচ্চার প্ল্যানিং করতেন তাঁরা। আমি সবসময়েই বাচ্চা চাইতাম। আলিয়াও তাই।