কলকাতার মতো না হলেও মুম্বইতেও এখন বেশ জাকজমক করেই দুর্গা পুজো হয়। আর মুম্বইয়ের দুর্গা পুজো মানেই সেখানে চাঁদের হাট। মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজোয় নামে তারকাদের ঢল। এবার সদলবলে টিম 'ব্রহ্মাস্ত্র' পৌঁছে গেল মুখোপাধ্যায় বাড়ির দুর্গা পুজোয়। কাজল, রানি মুখার্জিদের এই পুজোয় মহাষ্টমীর দিন উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর, মৌনি রায়েরা।
বঙ্গ তনয়া মৌনি এবছর পুজোয় ফিরতে পারেননি কলকাতায়, তাই বলিউডের বন্ধুদের সঙ্গেই আড্ডায় মাতলেন মৌনি। রণবীর সেজেছিলেন সাদা কুর্তা পাজামা। সঙ্গে নীল রঙের জহর কোর্টে নজর কেড়েছেন হবু বাবা। অন্যদিকে মৌনির সাজে ছিল সম্পূর্ণ বাঙালি সাজের ছোঁয়া।
মৌনি সেজেছিলেন, সাদা শাড়িতে৷ সঙ্গে সিঁথি জোড়া সিঁদূর, স্টেটমেন্ট জুয়েলারি। রণবীর-মৌনী ছাড়াও পুজো মণ্ডপে দেখা গেল রানি মুখোপাধ্যায়, কাজল, তনুজা, জয়া বচ্চনের তাবড় তাবড় বলি তারকাদের। ৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, 'ব্রহ্মাস্ত্র'। বক্স অফিসে দুর্দান্ত সফল রণবীর, আলিয়া, মৌনির এই ছবি।