শুটিং শুরু রণবীর কপুরের নতুন ছবি 'অ্যানিমেল'-এর। হাসপাতালে শুটের একটি দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে।
সন্দীপ রেড্ডির পরিচালনায় 'অ্যানিমেল' ছবিতে রণবীর ছাড়াও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মন্দানাকে। রণবীরের ভাইরাল হওয়া নয়া লুক বেশ মনে ধরেছে ভক্তদের।
অনেকেই আবার রণবীরের এই নয়া অবতারের সঙ্গে মিল পাচ্ছেন শহীদ কাপুর অভিনীত কবির সিং-এর, প্রসঙ্গত, সে ছবিরও পরিচালক সন্দীপ রেড্ডি।
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা