রণবীরের বাহুডোরে আলিয়া। আর সেইসঙ্গে ভাইরাল ভিডিও। ঠিক কী হয়েছিল মুম্বই বিমানবন্দরে। আসলে কিছুই না। হলিউডের ছবি 'হার্ট অফ স্টোনে'-এর শুটিং করতে বিলেতে গিয়েছিলেন আলিয়া। শনিবার রাতে তিনি দেশে ফিরছেন। তাঁকে আনতেই বিমানবন্দরে যান স্বামী রণবীর। অনেকদিন পরে আলিয়াকে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি ঋষিপুত্র। বউকে সঙ্গে সঙ্গেই জড়িয়ে ধরেন তিনি। আর তাতেই ভাইরাল ভিডিও।
গত জুন মাসে ২৭ তারিখ মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন আলিয়া। আনন্দের সঙ্গেই অবাক হয়েছিল বলিউড। ইতিমধ্যেই কাপুর বাড়িতে নতুন অতিথির আসার কাউন্টডাউন্ট শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা বলে তো কাজ থেমে থাকতে পারে না। তাই প্রথম সই করা হলিউডের ছবির শুটিংয়ে গত কয়েকদিন লন্ডনে ব্য়স্ত ছিলেন আলিয়া।
আরও পড়ুন : ইডেন থেকে 'সাবাশ মিঠু'-র প্রমোশন শুরু, মিতালি ও তাপসীকে নিয়ে ক্রিকেট গ্রাউন্ডে সৃজিত
রণবীরের দাবি, আলিয়াকে চমকে দিতেই তিনি বিমানবন্দরে হাজির হয়েছিলেন। সত্যিই চমকে উঠেছিলেন আলিয়াও। কারণ, গাড়ির দরজা খুলতেই দেখেন সিটে বসে আছেন তাঁর বেবি রণবীর। এই বছরের ১৪ এপ্রিল এক হয়েছে কাপুরদের সঙ্গে বলিউডের ভাটদের সম্পর্ক। রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মাতোয়ারা হয়েছে টিনসেল টাউন। তারপর আলিয়ার মা হওয়ার খবর। যাইহোক আপাতত শারীরিক ভাবে নিজেকে সুস্থ বলেই দাবি করেছেন অভিনেত্রী। আপাতত অপেক্ষা রণবীরের নতুন ছবি সামশেরার মুক্তির জন্য।