আজ রণবীর কাপুরের জন্মদিন (Ranbir Kapoor Birthday) । সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলি স্টার । তবে, বিশেষ দিনে তিনিও খালি হাতে ফেরালেন না অনুরাগীদের । ২৮ সেপ্টেম্বরই সকাল সকাল 'অ্যানিমাল'-এর (Animal Teaser) টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা । টিজার তো নয়, বড় ধামাকা বলা যেতে পারে । ঠোঁটে জ্বলন্ত সিগারেট ! চোখে কালো রোদচশমা একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন রণবীর । কখনও তিনি শান্ত, কখনও ভয়ঙ্কর । মুহূর্তে যেন রক্তগঙ্গা বইয়ে দিতে পারেন । সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত অ্যানিম্যাল-এর টিজার যেন শোরগোল ফেলে দিয়েছে ।
২ মিনিটের বেশি টিজার দেখে বোঝা গেল, বাবা-ছেলের সম্পর্কের কথা বলবে এই সিনেমা । কিন্তু, সেই বাবা-ছেলে অর্থাৎ অনিল কাপুর ও রণবীর কাপুরের সম্পর্ক একেবারেই ভাল নয় । সবসময় ঝগড়া, ভুল বোঝাবুঝি । দেখা যায়, বাবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার রণবীর । কিন্তু, তারপরেও, রণবীরের চরিত্রটি বিশ্বাস করে যে, তাঁর বাবা পৃথিবীর সেরা বাবা । একটা সময় দেখা যায়, আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কীভাবে অন্ধকারের পথের দিকে চলে যায় । একেবারে ভয়, রহস্য, অ্যাকশন প্যাকড টিজার বলা যেতে পারে ।
আরও পড়ুন, Raghav-Parineeti Reception: রাগনীতির রিসেপশন বাতিল? নেপথ্যে কী কারণ!
রণবীর ছাড়াও সিনেমায় দেখা যাবে ববি দেওলকে । গোটা টিজারে থাকে দেখা যায়নি । তবে, শেষে তাঁর এন্ট্রি রহস্যকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ।
রণবীরের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে । টিজারের প্রথমেই তাঁর কয়েক ঝলক মিলেছে । রণবীরের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি । আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল পরিণীতির ।