সালটা ২০০৪, আদিত্য চোপড়া জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার সঙ্গে সঞ্জয় গাধভী পরিচালিত ধুম-এ কাজ করেছিলেন। অ্যাকশন স্পেসে গল্প বলার একটি নতুন প্যাটার্ন চালু করেছিল এই ছবি। ধুম-এ একটি ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। এর দুইবছর পর, ২০০৬ সালে এই ছবির উত্তাপ বা প্রতাপ আরও বেড়ে যায়। কারণ, ছবিতে ছিলেন হৃতিক রোশন এবং ঐশ্বর্য রাই। ২০১৩ সালে আমির খানের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি আরও বাড়তে থাকে এবং তারপর থেকে, সম্ভাব্য কাস্টিং নিয়ে ক্রমাগত কথাবার্তা চলছে।
এবার, ধুম-4 নিয়ে বড় আপডেট এল সামনে। আদিত্য চোপড়ার তত্ত্বাবধানে YRF এখন কোমর বাঁধছে ধুম-4 এর প্রিপ্রোডাকশনের কাজে। তবে এবার চমক কীসে? শোনা যাচ্ছে, ধুম-4 এ নাকি মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর।
রণবীরের সঙ্গে আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। প্রথম থেকেই ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছিলেন রণবীর । আদিত্য চোপড়ার মতে, ধুম উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ পছন্দ হল রণবীর । ভিলেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এটিই হবে নায়কের ২৫তম ছবি।