সারা গায়ে রক্ত লাগা, হাতে ধরা একটা ছোট্ট কুকুর ছানা। ‘পারিয়া’ ছবির ফার্স্টলুকে এভাবেই দেখা গিয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatterjee)। সেই পোস্টারেই এবার বিক্রমের জায়গায়ম রণবীরের মাথা (Ranbir Kapoor)। সেই পোস্টারকেই ‘অ্যানিম্যাল’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করতে ব্যবহার করল IIFA-র মতো সংস্থা।
ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। পরিচালক তথাগত মুখোপাধ্যায় এবং বিক্রম চট্টোপাধ্যায়, দুজনেই আইআইএফএ কে ট্যাগ করে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেছেন।
অগাস্টে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল', অন্যদিকে তথাগতর 'পারিয়া'র মুক্তির দিন এখনও ঠিক হয়নি।