বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেতা রণদীপ হুডা। মণিপুরের মডেল লিন লাইশরাম। বুধবার সন্ধেয় বিয়েতে বসেছেন বর কনে। মেইতেই মতে বিয়ে সম্পন্ন হল।
বর কনে দুজনেই সেজেছেন সাবেকি মণিপুরি সাজে। রণদীপের পরনে ছিল মনিপুরি- ধাঁচে পরা সাদা ধুতি, মাথায় হলদে পাগড়ি। কনে লিনের পরনে মেরুন রঙের পটলই, গলায় , হাতে, কানে সোনার গয়না। সব মিলিয়ে বিয়ের মেজাজ বলিউডের আর পাঁচটা বিয়ের চাইতে ছিল অনেকটা আলাদা।
দিন চারেক আগে নিজেই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ৪৭ বছরের অভিনেতা। বিয়ের পিঁড়িতে বসার আগে মণিপুরের শান্তিকামনা করেছেন পর্দার 'সাভারকর'।