সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউড অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) বলেছিলেন, তাঁর ৭৫ বছর বয়সী জ্যাঠা রণধীর কাপুর (Randhir Kapoor dementia) ভুগছেন ডিমেনশিয়ায়। এবার, রণবীরের (Randhir scrappes Ranbir statement) ওই দাবিকে নস্যাৎ করে দিলেন প্রবীণ অভিনেতা। অপর একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সম্পূর্ণ সুস্থ। খালি গত বছরের এপ্রিল মাসে একবার কোভিড হয়েছিল। এছাড়া আর কোনও সমস্যা নেই।
আরও পড়ুন: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত এক, ১৪ দিনের পুলিশ হেফাজত আদালতের
রণবীর কাপুরের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রণধীর কাপুর (Randhir Kapoor) বলেন, রণবীরের সম্পূর্ণ অধিকার আছে তিনি যা বলতে চান, সেটুকু বলার।
প্রসঙ্গত, রাজ কাপুরের জ্যেষ্ঠ পুত্র রণধীর কাপুর নিজেও অভিনেতা এবং পরিচালক। মাত্র এক বছরের মধ্যে নিজের দুই প্রিয় সহোদর ঋষি কাপুর (Rishi Kapoor) ও রাজীব কাপুরকে (Rajeev Kapoor) হারিয়ে স্পষ্টতই বিমর্ষ হয়ে পড়েছিলেন 'রামপুর কা লক্ষ্মণ'-এর অভিনেতা।
তাঁর দুই বিখ্যাত কন্যা তথা বলিউড তারকা অভিনেত্রী করিশ্মা কাপুর এবং করিনা কাপুরের সঙ্গে তাঁর সাম্প্রতিক বেশ কিছু ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যেই রণবীর কাপুরের এই মন্তব্যে বলিউড অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন রণধীর কাপুর স্বয়ং।