২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বিগবি অমিতাভ বচ্চন-জয়া বচ্চন থেকে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় থেকে অরিজিৎ সিং মঞ্চ আলো করেছিলেন তাবড় তাবড় বলি সেলেবরা। মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তিনি সকলের প্রিয় বুম্বা দা৷ তাঁর হাত ধরেই বাংলা ছবিতে কেরিয়ার শুরু করেছিলেন রানি মুখোপাধ্যায়। ছবির নাম 'বিয়ের ফুল।'
তবে বুম্বাদার থেকে রানি বয়সে বেশ খানিকটা ছোট। মঞ্চে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, রানিকে অনেক ছোট বয়স থেকেই দেখছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সামনেই মজার কিছু গল্পও ভাগ করে নেন বুম্বা দা। তিনি জানান, রানি নাকি তাকে বিয়ে করতে চাইত।
গল্প শুরু করেন প্রসেনজিৎ। তিনি জানান , রানি তাঁর (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) মা এবং বাবার ছবি দেখে বলতেন সে বিয়ে করবে বুম্বা দাকে। মা উত্তর দিতেন, তুই যখন বড় হবি, তখন তো এই লোকটা বুড়ো হয়ে যাবে।’’ তা শুনে রানি নাকি উত্তর দিতেন, ‘‘গডরেজ (অর্থাৎ কলপ) লাগা লেগা’’। দুই তারকাই দারুণ মজার সময় কাটিয়েছেন।