Sohini-Trina : তৃণা-সোহিনী 'ক্যাটফাইট', আদৌ কি সত্যি ? মুখ খুললেন রণিতা ও দেবশ্রী

Updated : Jul 31, 2023 09:40
|
Editorji News Desk

শুটিং সেটে তৃণা ও সোহিনী-র (Sohini-Trina) 'ক্যাটফাইট' নিয়ে জোর চর্চা শুরু হয়েছে টলি অন্দরে । জানা গিয়েছে, চেঁচামেচি করে শুটিং থেকে বেরিয়েও যান তৃণা । সত্যিই কি এমন ঘটনা ঘটেছে ? এবার এই বিষয়ে মুখ খুললেন ক্যামেলিয়া প্রযোজিত 'মাতঙ্গী' সিরিজের অন্যতম দুই অভিনেত্রী রণিতা দাস (Ranita Das) ও দেবশ্রী গঙ্গোপাধ্যায় (Deboshree Ganguly) ।

তৃণা ও সোহিনী-র মধ্যে ঝামেলা যে হয়েছে, সেই বিষয়টা অস্বীকার করেননি রণিতা দাস । তাঁর কথায়, সিনিয়রদের সবসময় সম্মান করা উচিৎ । কারণ তাঁদের থেকেই অনেক কিছু শেখা যায় । আর সেখানে সোহিনী তাঁদের থেকে অনেক সিনিয়র । ভাল ভাল কাজ করেছেন । সেটা সবাই জানেন । আর কোনও সমস্যা হলেও চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলা উচিত। কথা বললেই ব্যাপারটা মিটে যেত । 

জানা গিয়েছে, তৃণা নাকি মনে করছেন, সোহিনী সরকারকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে রণিতা বলেন, 'আমাদের সকলের নিজস্ব ম্যানেজার আছেন। কোনও প্রযোজনায় কাজ শুরু করার আগে পারিশ্রমিক নিয়ে তো ম্যানেজার কথা বলে নেন। কী কী দরকার সেটাও আমরা জানিয়ে দিই। প্রয়োজনীয়তাগুলো আগে জানিয়ে দেওয়া উচিত। শ্যুটিং ফ্লোরে এসে এই ধরনের কথাবার্তা বলেই উচিতই নয়।'

আরও পড়ুন, Kangana Ranaut : বিয়েটাই ভুয়ো, সন্তানও প্রচারের জন্য ! উইমেনাইজার সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক কঙ্গনা
 

অন্যদিকে, দেবশ্রী গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, যখন ঘটনাটা ঘটেছে, তখন তিনি সেখানে ছিলেন না । অন্য ইউনিটের সঙ্গে শ্যুট করছিলেন । পরে বিষয়টা জানতে পারেন । তাঁর মতে, সকলকেই সম্মান এবং সুযোগসুবিধা অর্জন করতে হয় ।  

জানা গিয়েছে, মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে সমস্যার সূত্রপাত। তৃণা দাবি করেছিলেন, সোহিনীর আলাদা ব্যবস্থা আছে। তাঁরও চাই। টিমের একাংশের দাবি, তৃণা এই প্রসঙ্গে পরিচালকদ্বয়ের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমনকি চিৎকার - চেঁচামেচিও করেন। 

সূত্রের খবর, এরপর দ্বন্দ্ব আরও বাড়ে সোহিনীর একটি মেসেজে।  আর্টিস্ট গ্রুপে নাকি অভিনেত্রী কারও নাম না উল্লেখ করে লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। অপেক্ষা করলে সময়মতো সকলের জন্যই বন্দোবস্ত হয়। এই কথা চাউর হতেই অপমানিত বোধ করে শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা।

Ranita das

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন