ভাসানে যদি নাচই না হয়, কীসের ভাসান? দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনের আগে নাচতে দেখা গেল অভিনেতা রঞ্জিত মল্লিককে। নিজেরই বাড়ির পুজোয় সব ভুলে নাচলেন অভিনেতা। বাবার নাচ দেখে হেসে কুল পাচ্ছেন না কোয়েল।
ভবানীপুরের মোহিনীমোহন রোডের মল্লিক বাড়ির দুর্গা পুজোর বয়স প্রায় ১০০ বছর। সে বাড়িরই সদস্য কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক। প্রতি বছর পুজোর সময় বাড়ির সদস্যরাই সব কাজ করেন পুজোর। গুরুত্বপুর্ণ ভূমিকা থাকে রঞ্জিত মল্লিকদেরও।
Jalpaiguri Neogy Family's dashami puja: জলপাইগুড়ির ২১৪ বছরের পুরনো পুজো, কলা বউ বসেন কার্তিকের পাশে
বুধবার সকালে ঘট বিসর্জনের পর থেকেই সিঁদুর খেলায় মেতেছিলেন কোয়েল-সহ মল্লিক বাড়ির মহিলারা। পুজোর ক'দিন রোজই বাড়ির পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল।