বিয়েতে ছিল ছিমছাম অথচ রাজকীয় সাজ। সাদা-সোনালির শাড়ি আর একই রঙের শেরওয়ানিতে ধরা দিলেন রণবীর-আলিয়া। বিয়ের শেষে পার্টির মেজাজে ধরা পড়লেন 'মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'। বিয়ের পর রাতের ভাস্তুতে তুমুল হুল্লোড়ে সামিল নবদম্পতি। ছাইয়া ছাইয়া গানে নাচতে দেখা গেল রণবীর কপূর এবং আলিয়া ভাটকে।
একেবারে পঞ্জাবি রীতিতে ধুমধাম করে বিয়ে হল, বিয়ের পর কেক কাটা হল, ওয়াইনে চুমুক হল, মানে সব মিলিয়ে 'পিকচার পারফেক্ট' বিয়ে। আর তারপরই জমিয়ে পার্টি। নাচে-গানে জমিয়ে দিলেন 'মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'!
নয়ের দশকের হিট গান ‘ছাঁইয়া ছাঁইয়া’-র সঙ্গে নাচতে দেখা গেল সদ্যবিবাহিত দু'জনকে। টুকটুকে লাল অনারকলি কুর্তি পরে নাচছেন আলিয়া। সাদা কুর্তা-পাজামা, লাল জহরকোটে দিব্যি সঙ্গ দিচ্ছেন রণবীর। মিয়া বিবি কখনও হাসছেন, জড়িয়ে ধরছেন, তাল মেলাচ্ছেন নাচের ছন্দে। পার্টির মধ্যমণি তাঁরাই। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।