২০০৫ সাল থেকে শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় শো 'রান্নাঘর'। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। কেটে গিয়েছে ১৭ টা বছর। রমরমিয়ে চলেছে শো৷ কিন্তু অবশেষে দীর্ঘ জার্নির ইতি। শেষ হতে চলেছে রান্নাঘর। আর শেষ বেলাতেই আবেগঘন হয়ে পড়লেন সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখছেন, “দেখতে দেখতে ১৭ টা বসন্ত পেরিয়ে,আজ জি বাংলার রান্নাঘরের অন্তিম পর্বে এসে পৌঁছলাম। অনেক ভুল-ভ্রান্তি,ঝগড়া-বিবাদ,পরীক্ষা-নিরীক্ষা চলেছে এতগুলো বছর ধরে। দিনে দিনে সমৃদ্ধ হয়েছি আমরা।” এই যাত্রাপথে এসেছে প্রতিবন্ধকতাও।"
তিনি আরও লিখছেন, "কতবার,মনে হয়েছে- আর পারবো না। শেষ হবে রান্নাঘর। কিন্তু,সবাই মিলে আবার নতুন উদ্যমে নেমে পড়েছি কাজে।"