রোজকার মতো শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। চিকিৎসক ডাকা হয়েছিল, প্রেসারটা তখন থেকেই লো। এরপর শ্যুটিং থেকে ফিরে আবাসনে ঢুকেই, মাথা ঘুরে বেহুঁশ হয়ে পড়েন অভিনেতা। আবাসনের প্রতিবেশীরা অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন।
এরপর এক রাত হাসপাতালে থেকে, ছাড়া পান অভিনেতা। এখন কেমন আছেন তিনি? সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন , গত ১৫ দিন ধরেই তিনি অসুস্থতা অনুভব করছিলেন।
Prosenjit Chatterjee: দু'দিন আগেও ফুটবল ছিল ধ্যান জ্ঞান! এবার প্রেমের ময়দানে যাতায়াত বুম্বাদার ছেলের?
মঙ্গলবার দিন তাঁর প্রেসার ফল করে, ভুল ও নাকি বকেছেন। অভিনেতা জানান, কদিন ধরে বিপুল মানসিক চাপ যাচ্ছিল তাঁর। সেই থেকেই এই ঘটনা ঘটতে পারে।