বিয়ে নয়, বিয়ের ট্রেলারেই বাজিমাত আম্বানি-মার্চেন্ট পরিবারের। জামনগরে দেশবিদেশের তারাদের হাট বসেছে তিনদিন ধরে। বলিউডের তারকাদের যেন একটা গেট টুগেদারই হয়ে গেল আম্বানিদের ফার্ম হাউজে।
এক ঝাঁক তারার মাঝে আলাদা করে বাড়তি একটু নজর কাড়লেন হবু মা-বাবা দীপিকা-রনভির সিং। রনভিরের পরনে ছিল নীল শেরওয়ানি স্যুট। আর দীপিকা সেজেছিলেন সোনালি -মেরুন ল্যাহেঙ্গায়। দীপ-ভির মঞ্চে একসঙ্গে উঠলেই যেমন ম্যাজিক হয়, তেমনটাই হল। কখনও মঞ্চে একসঙ্গে নাচলেন, কখনও মঞ্চে হবু বাবা। হবু মা দর্শকাসন থেকে হাত নাড়ছেন। কখনও আবার ডান্ডিয়া খেললেন দুজনে।
জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানই এখন টক অফ দ্য টাউন। গোটা পৃথিবী থেকে এসেছেন অতিথিরা। কিন্তু কোনও হোটেলে নয়, তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে বিলাসবহুল তাঁবুতে। সাইনা নেহাওয়াল ইন্সটাগ্রামে সেই তাঁবুর ভিডিও শেয়ার করেছেন।