রণভির সিং-এর মেয়ে হবে, না ছেলে? অপেক্ষা ফুরোতে আর এক মাসও লাগবে না। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে আসছে রণভিরের (bRanveer Singh) ছবি জয়েশভাই জোরদার (Jayeshdar Jordaar)। ছবির ট্যাগলাইন, "জয়েশভাইকো লড়কা হোগা, ইয়া লেড়কী?'
এই ছবিতে রণভিরের চরিত্রটি এক গুজরাতির। ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল বছর তিনেক আগে, ২০১৯ এ। সম্প্রতি আরেকটি পোস্টার মুক্তি পেয়েছে। সেই দেখেই সকলের মনে প্রশ্ন। দীপিকার প্রিন্স চার্মিং এর কোলে একটি সন্তানের ছবি।
কাজ বড় বালাই! বিয়ের ৩ দিনের মধ্যে মিটিং সারলেন রণবীর কাপুর
গুজরাতি ভাষা, খাবার, সংস্কৃতি -র প্রতি রণভির নিজের ভালবাসার কথা আগেই প্রকাশ করেছেন। যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেতে চলেছে 'জয়েশভাই জোরদার'। রণভিরের সঙ্গে ছবিতে দেখা যাবে দক্ষিণী সেনসেশন শালিনী পাণ্ডে। ছবির পরিচালনায় দিব্যাঙ্কা ত্রিপাঠি।
শেষ কয়েক বছরে ৮৩, পদ্মাবত, সিম্বা, বাজিরাওমস্তানি, গল্লিবয়ের মতো একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে রণভির সিং-কে।