মালদ্বীপের তিন মন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে করা অবমাননাকর মন্তব্য নিয়ে উত্তাল গোটা দেশ। বয়কট মালদ্বীপ প্রচারের ঝড় উঠেছে। বলি টলি তারকাদের অনেকেই লাক্ষাদ্বীপের ছবি পোস্ট করে দেশের পাশে দাঁড়াচ্ছেন। ব্যতিক্রম নন রণভির সিংও, কিন্তু সেখানেই বড়সড় ভুল করে বসলেন তিনি।
লাক্ষাদ্বীপের ছবি পোস্ট করতে গিয়ে মলদ্বীপের ছবিই পোস্ট করে বসলেন ভুল করে। অভিনেতার নিজেরও একসময়কার ফেভারিট ডেস্টিনেশন ছিল মালদ্বীপ। দীপিকাকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন মালদ্বীপেই, তাই মনের গভীরের স্মৃতি উপড়ে ফেলা অত সহজ? লাক্ষাদ্বীপের ছবি দিতে গিয়েও মালদ্বীপের ছবিই দিয়ে ফেললেন।
তবে, ভুল বুঝতে পেরে তড়িঘড়ি সেই পোস্ট ডিলিটও করলেন বলিউডের গল্লি বয়।