রনভির সিং-এর নগ্ন ফটোশুট (Nude Photo shoot)-এর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। এবার সেই নিয়েই থানায় হাজিরা দিলেন বলিউড অভিনেতা রনভির সিং (Ranveer Singh)। সোমবার সকালে চেম্বুর থানায় (Chembur police station) গিয়ে নিজের বয়ান রেকর্ড করেছেন অভিনেতা।
পেপার ম্যাগাজিনের নগ্ন ফটোশ্যুট নিয়ে আইনি বিপাকে পড়েছিলেন গল্লি বয় অভিনেতা (Ranveer Singh)। মহিলাদের ভাবাবেগে আঘাত করায় রনভিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একটি অসরকারি সংস্থা। ভারতীয় দণ্ডবিধির ২৯২ এবং ২৯৪ ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে ৫০৯ এবং ৬৭ (এ) ধারায় রনভিরের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
Pradip Mukherjee-Satyajit Ray: প্রদীপ মুখোপাধ্যায় বেঁচে থাকবেন আজীবন, জন অরণ্যের 'সোমনাথ' হয়ে
আগস্টের ৩০ তারিখ অবধি রনভির সিংকে সময় দিয়েছিল চেম্বুর থানা। সেই প্রেক্ষিতেই ২৯ আগস্ট, সোমবার মুম্বই পুলিশে হাজিরা দেন অভিনেতা। সকাল ৭টার সময়ে তদন্তকারী অফিসারের কাছে আসেন রণবীর সিং। সকাল ৯.৩০টায় অভিনেতার বয়ান রেকর্ড করা হয়।