'ডন থ্রি'-এর (Don 3) ঘোষণা করেছেন ফারহান আখতার (Farhan Akhtar), একদিন আগেই। নতুন 'ডন' হচ্ছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মতামত উড়ে আসতে তাকে নেটিজেনদের তরফ থেকে। এবার তাঁদের উদ্দেশে 'জবাব' দিলেন বলিউড তারকা। তিনি জানান, তাঁর আগে 'ডন' চরিত্রে যে দুই মহাতারকা অভিনয় করেছেন, সেই অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তদের তিনি আশাহত করবেন না।
আরও পড়ুন: Ranveer Singh on Don 3 : ম্যায় হু কৌন, ডন...বললেন রণবীর সিং, সব জল্পনার অবসান ঘটালেন ফারহান
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এই চরিত্রটির জন্য বহু বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি। সেই ছোটবেলায় প্রথমবার 'ডন' দেখে সেই যে প্রেমে পড়েছিলাম এই চরিত্রের, তারপর এত বছর পেরিয়েও তা তো কমেইনি, উল্টে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান অভিনীত এই চরিত্রটি বারবার দেখতে দেখতে সেই মোহ এবং আকর্ষণ কেবলই বেড়েছে। আমি জানি, আমার উপর অনেকটা দায়িত্ব রয়েছে। আশা করি, তা আমি ঠিকভাবে পালন করতে পারব'।
উল্লেখ্য, ফারহান আখতার পরিচালিত ও রণবীর সিং অভিনীত 'ডন থ্রি' মুক্তি পাবে আগামী ২০২৫ সালে।