র্যাপতারকা বাদশার বিশ্বজোড়া খ্যাতি। তাঁর একাধিক র্যাপ মানুষের মুখে মুখে ফেরে। অথচ, সেরার কদর করতে তিনি পিছপা হন না। ভরা মঞ্চে তখন গিটার বাজিয়ে গান গাইছেন অরিজিৎ সিং। হঠাৎই পিছন থেকে এন্ট্রি নিলেন ‘ডিজে ওয়ালা বাবু’, গান থামিয়ে পিছন ঘুরতে না ঘুরতেই অরিজিৎ এর পা ছুঁয়ে ঢিপ করে প্রণাম করে বসলেন বাদশা, সঙ্গে সঙ্গে তাঁকে বুকে টেনে নিলেন অরিজিৎ। এরপর বাদশাহ বলে চেঁচিয়ে ওঠেন অরিজিৎ।
সঙ্গে তখন সমস্বরে চিৎকার করছে মাঠ ভর্তি জনতা। এই দৃশ্য ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাদশার ব্যবহার চোখ ভরে উপভোগ করেছেন নেটিজেনরা। ঘটনাচক্রে, অরিজিৎ বাদশার থেকে প্রায় বছর তিনেকের ছোট। তবুও তাঁর পায়ে হাত দিতে দ্বিধা করেননি র্যাপতারকা।