বিরাট বিপদের হাত থেকে মুক্তি পেলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandana), ‘অ্যানিমেল’ অভিনেত্রী রশ্মিকা জানান মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন তিনি। মুম্বাই থেকে হায়দ্রাবাদের ফ্লাইট ধরেছিলেন রশ্মিকা। প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইটটি ৩০ মিনিট পর মুম্বইতে ফিরে আসে। হঠাৎই বিমানে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দেয়, সেই বিমানেই ছিলেন রশ্মিকা।
শনিবার এই ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী, সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছিলেন রশ্মিকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সবে উড়তে চেষ্টা করেছিলাম, মৃত্যুর হাত থেকে ফিরে এলাম’...
Rajkumar Santoshi: ১ কোটির চেক বাউন্সের অভিযোগ, রাজকুমার সন্তোষীর জেল হেফাজতের নির্দেশ আদালতের
এয়ার ভিস্তারা ফ্লাইটে উড়েছিলেন অভিনেত্রী। বিমানে এদিন রশ্মিকাসহ আরও বহু যাত্রী ছিলেন। তাঁরাও একইভাবে বিপদের মধ্যে পড়েছেন।