এই মুহুর্তে কলকাতায় নেই, তাই হাজিরা দিতে পারবেন না, ইডি-কে চিঠি লিখে জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ৫ জুন, বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। হাজিরা এড়িয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, ৬ জুনের পর ডাকা হলে হাজিরা দেবেন তিনি, তার আগে সম্ভব নয়। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে রোজভ্যালিকাণ্ডে অভিনেত্রীকে তলব করেছিল ইডি।
প্রসঙ্গত, ৭ জুন কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির ৫০ তম ছবি 'অযোগ্য'।